সর্বশেষ সংবাদ
বিহারে ভোটার তালিকায় চমক, জীবিত মানুষকে দেখানো হল ‘মৃত’!

বিহারে ভোটার তালিকায় চমক, জীবিত মানুষকে দেখানো হল ‘মৃত’!

ভোটার তালিকা চেক করতেই হঠাৎ দেখা গেল নিজের নামের পাশে লেখা আছে ‘মৃত’। বেঁচে থাকার পরও নিজের নাম ‘মৃত’ হিসেবে চিহ্নিত, এই অদ্ভুত অবস্থায় পাঁচজন বৃদ্ধ হতবাক।

 

আরও পড়ুন ফের মেট্রো বিভ্রাট! পুজো পরেই ব্লু লাইনে বিপত্তি, দমদমে থমকে গেল মেট্রো চলাচল

 

 

বিহারের ধরাইয়া ব্লকের বাতসার গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। গ্রামের পাঁচজন বৃদ্ধ ভোটার মোহন সাহ, সঞ্জয় যাদব, রামরূপ যাদব, নরেন্দ্র কুমার দাস এবং বিষ্ণুবর প্রসাদ হঠাৎ জানতে পারেন, ভোটার তালিকায় তাঁদের নামের পাশে লেখা রয়েছে ‘মৃত’। এই ঘটনার পর তাঁরা একযোগে ছুটে যান বিডিও অফিসে। হাতে কাগজপত্র নিয়ে দফতরে ঢুকেই সবাই একসঙ্গে বলেন, “স্যর, আমরা মরিনি, এখনও বেঁচে আছি!” অফিসের কর্মকর্তারা প্রথমে হতবাক হয়ে যান। পরে খোঁজ নিয়ে জানা যায়, নতুন খসড়া ভোটার তালিকায় ভুলবশত তাঁদের নাম ‘মৃত’ হিসেবে চিহ্নিত হয়েছে। অথচ তাঁরা সকলে একই গ্রামের এবং একই বুথের ভোটার।

স্থানীয় সূত্রের খবর, রাজ্যে বিশেষ ভোটার তালিকা সমীক্ষার সময় এই ভুলটি ঘটে থাকতে পারে। বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮৯ লক্ষ। কিন্তু তালিকা সংশোধনের পর বাদ যায় প্রায় ৪৭ লক্ষ নাম। সেই তালিকাতেই এই পাঁচজনের নাম ভুলভাবে বাদ পড়েছে বলে ধারণা।

বিডিও অরবিন্দ কুমার আশ্বস্ত করেছেন যে ভুলটি দ্রুত ঠিক করা হবে। তিনি বুথ লেভেল অফিসারকে নির্দেশ দিয়েছেন, ফর্ম-৬ পূরণ করে এই পাঁচজনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে। বিডিওর কথায়, “যোগ্য ভোটার কেউই ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না।” এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। ৬ ও ১১ নভেম্বর রাজ্যে ভোট হবে, আর গণনা হবে ১৪ নভেম্বর। তার আগেই এমন ঘটনা সামনে আসায় রাজ্য জুড়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ।

এখন প্রশ্ন উঠছে, এই ভুল কি শুধুই এই পাঁচজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ, নাকি আরও অনেক জীবিত ভোটারও একই সমস্যার মুখে পড়েছেন? নির্বাচনের আগে এই প্রশ্নই এখন বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

                                                                                                                                                                                                                                                                                                                                    -জ্যোতি সরকার

পরবর্তী খবর