ফের মেট্রো বিভ্রাট! পুজো শেষ হতেই আবারও সমস্যায় পড়ল কলকাতার ব্লু লাইন। যাত্রীদের মধ্যে দেখা গেল চরম ভোগান্তি আর ক্ষোভ।
আরও পড়ুন শরতের মাঝেই বর্ষার আমেজ, আজও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস!
গত মঙ্গলবার, ৭ অক্টোবর সকালে দক্ষিণেশ্বর থেকে দমদমগামী মেট্রোতে দেখা দেয় সমস্যা। ঘোষণা করা হয়, দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়ানো সম্ভব নয়। পরে জানা যায়, দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যা থাকার কারণেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা।
এরপর ফের শনিবার নতুন বিভ্রাট। এ বার দমদম স্টেশনে। দুপুর পৌনে ১টা নাগাদ যাত্রীদের ভিড়ে ভরপুর দমদম স্টেশন। ঠিক তখনই ঘোষণা শোনা যায়, “অনুগ্রহ করে শুনবেন, অনিবার্য কারণে আপ ও ডাউনে ট্রেন চালানো যাচ্ছে না।” এই ঘোষণার পর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে বলেন, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাদের সময় নষ্ট হয়েছে, কেউ আবার অফিস বা অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন।
অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চললেও তা চলছে খুব ধীর গতিতে, এমনই অভিযোগ যাত্রীদের। একজন যাত্রী জানান, এসপ্ল্যানেড থেকে গিরিশ পার্ক আসতে লেগেছে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। আরেকজন বলেন, নেতাজি থেকে গিরিশ পার্ক পৌঁছাতে লেগেছে প্রায় এক ঘণ্টা।
তবে এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে, উৎসবের পরেই কি আবারও ফের পুরনো ছন্দে ফিরছে কলকাতার মেট্রো বিভ্রাট?
-জ্যোতি সরকার