সর্বশেষ সংবাদ
শরতের মাঝেই বর্ষার আমেজ, আজও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস!

শরতের মাঝেই বর্ষার আমেজ, আজও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস!

গতকাল বিকেলে আচমকা ঝমঝম বৃষ্টি, বজ্রপাতের ঝলকানিতে কেঁপে উঠেছিল গোটা শহর! রাস্তায় জল জমে আটকে গিয়েছিল গাড়ির চাকা, ভিজে গিয়েছিলেন অফিস ফেরত মানুষ। কিন্তু প্রশ্ন একটাই এই বৃষ্টি কি থামবে না? নাকি শনিবারও একই চিত্র দেখা যাবে কলকাতার আকাশে?

 

আরও পড়ুন ডোরস্টেপ এডুকেশন থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড: অভাবনীয় সাফল্য “হিউম্যান ব্ল্যাকবোর্ড" এর

 

 

 আবহাওয়া দফতর সূত্রে খবর ,শনিবারও শহরের আকাশ থাকবে মেঘলা। থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ, ছাতা ছাড়া বাইরে বেরোনো এখনই ঠিক নয়! আলিপুর আবহাওয়া দফতরের মতে, মৌসুমি বায়ুর শেষ লগ্নেও দক্ষিণবঙ্গে হচ্ছে এই বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবারের মতোই শনিবারেও থাকতে পারে ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

হাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এ ছাড়া কলকাতা, হুগলি, ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে চিন্তার কিছু নেই রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। সোমবারের পর থেকে আর বড় কোনও বৃষ্টির সম্ভাবনাও নেই। অর্থাৎ, বর্ষা বিদায় নিচ্ছে, তবে একেবারে শেষ মুহূর্তে যেন তার বিদায়বেলায় একটু চমক রেখেই যাচ্ছে! শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।


অন্যদিকে ,উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি আর কালিম্পঙে কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টি, তবে আকাশ বেশিরভাগ সময়ই থাকবে আংশিক মেঘলা। সপ্তাহান্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, ফলে ধীরে ধীরে বৃষ্টি থেমে যাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে,১২ অক্টোবর উত্তরবঙ্গ  এবং ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে তার আগে শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

তাহলে বলা যায়, বর্ষা এখন বিদায়ের মুখে, কিন্তু শেষ সময়েও সে শহরকে ভিজিয়ে রেখে যাচ্ছে। শনিবারও কলকাতার আকাশ থাকবে মেঘলা, কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টিতে ভিজে যাবে শহরের রাস্তাঘাট। রবিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে, আর অক্টোবরের হাওয়ায় ধরা দেবে শীতের প্রথম ছোঁয়া। তাই আজও ছাতা  সঙ্গে রাখুন, আর চোখ রাখুন আবহাওয়ার আপডেটের দিকে।

                                                                                                                                                                                                                                                    -জ্যোতি সরকার

পরবর্তী খবর