আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে জঙ্গি হামলার অভিযোগ তুলে আফগান তালিবানদের চরম হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর এই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আস্তানা লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলা (এয়ারস্ট্রাইক) বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন পুর নিয়োগ মামলায় নতুন মোড়: ইডির র্যাডারে এবার দমকল মন্ত্রী সুজিত বসু
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে বলেন, "আমাদের ধৈর্যের সীমা আছে। যারা সন্ত্রাসীদের আশ্রয় বা সহায়তা দেবে, তাদের পরিণতি ভোগ করতে হবে।" আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ আর সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি সতর্ক করেন যে, কাবুল ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পাকিস্তান আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। ওরাকজাই জেলায় টিটিপি-এর হামলায় ১১ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরই এই চরম হুঁশিয়ারি আসে। পরিস্থিতি মোকাবিলায় তিনি শীঘ্রই কাবুলে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব করেন।
খাজা আসিফের হুঁশিয়ারির পরপরই বৃহস্পতিবার রাতে কাবুলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, টিটিপি শিবির লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে হত্যা করা হয়েছে। যদিও তিনি অডিও বার্তায় তাঁর নিরাপদে থাকার দাবি করেন। বিস্ফোরণের শব্দ কাবুলের শহীদ আব্দুল হক স্কয়ারের কাছে শোনা যায়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিস্ফোরণ এমন সময় ঘটল যখন আফগান তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন।
-অঙ্কিতা পাল