সর্বশেষ সংবাদ
পুর নিয়োগ মামলায় নতুন মোড়: ইডির র‍্যাডারে এবার দমকল মন্ত্রী সুজিত বসু

পুর নিয়োগ মামলায় নতুন মোড়: ইডির র‍্যাডারে এবার দমকল মন্ত্রী সুজিত বসু

আজ সকাল থেকেই কলকাতার নানা প্রান্তে চলছে তীব্র তল্লাশি অভিযান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে একাধিক জায়গায়। সল্টলেক, নাগেরবাজার, কাঁকুড়গাছি, নিউ আলিপুর, এমনকি শরৎ বোস রোডেও চলছে হানা!
 প্রশ্ন একটাই, কেন এত জায়গায় একযোগে তল্লাশি? কাকে কেন্দ্র করে এই অভিযান?

তদন্তের মূল কেন্দ্রবিন্দু , রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।আজ শুক্রবার সকাল থেকে ইডির একাধিক টিম হানা দিয়েছে সল্টলেক সেক্টর ওয়ান-এর সেই ভবনে, যেখানে রয়েছে মন্ত্রী সুজিত বসুর অফিস। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। একই সঙ্গে ইডি গিয়েছে তাঁর একটি রেস্তরাঁয়, এবং দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও।

তদন্তকারীদের দাবি, এই তল্লাশি চলছে পুর নিয়োগ দুর্নীতি মামলা এবং একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার সূত্র ধরে। শহরের অন্তত ১০টি জায়গায় চলছে একযোগে তল্লাশি। ঠনঠনিয়া, বেলেঘাটা, শরৎ বোস রোড, কাঁকুড়গাছি, নিউ আলিপুর সব জায়গাতেই ইডির টিমের উপস্থিতি চোখে পড়েছে।

 

আরও পড়ুন হৃদরোগ চিকিৎসায় নজির গড়ল কলকাতার বিএম বিরলা: অস্ত্রোপচার ছাড়াই হার্টে বিশ্বমানের পেসমেকার

 

ইডি সূত্রে খবর, একাধিক পুরসভায় চাকরি দেওয়ার ক্ষেত্রে আর্থিক অনিয়ম এবং অবৈধ কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগের সূত্রেই মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ঘনিষ্ঠদের অফিস, বাড়ি ও ব্যবসায়িক জায়গায় হানা দিয়েছে ইডি। এর আগে, ২০২৪ সালের জানুয়ারি মাসেও মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়ি এবং অফিসে টানা ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় বেশ কিছু নথি এবং মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে সে বার কিছু প্রমাণ না মেলায় তদন্ত স্থগিত হয়।

আজ ফের সেই পুরনো মামলাতেই সক্রিয় হল ইডি। তবে ভোটের ঠিক আগে এই হানাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছেন মন্ত্রী সুজিত বসু। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “এরা প্রত্যেক বারই ভোট এলে এটা করে। যারা আমাদের পার্টিতে সক্রিয়ভাবে কাজ করে, তাদের বাড়ি, অফিস, রেস্তরাঁ সব জায়গায় যায়। আমার অফিসেও গিয়েছে,  রেস্তরাঁতেও গিয়েছে। কিছুই পায় না। আসলে ভোটের আগে চাপ তৈরি করতে এটা করা হচ্ছে।” মন্ত্রী আরও বলেন, “আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ কেউ দেখাতে পারবে না। এলাকার মানুষই আমার সার্টিফিকেট।”

ভোটের আগে ইডির এই অভিযান ঘিরে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি।একদিকে তদন্তের জাল ক্রমশ ছড়িয়ে পড়ছে, অন্যদিকে মন্ত্রী বলছেন ,এটা শুধুই রাজনৈতিক প্রতিহিংসা। এখন প্রশ্ন একটাই , তল্লাশিতে মিলবে কি কোনও নতুন প্রমাণ, নাকি এ বারও খালি হাতেই ফিরবে ইডি?

                                                                       -জ্যোতি সরকার

পরবর্তী খবর