পশ্চিমবঙ্গকে ঘিরে কেন্দ্রের সংঘাত দীর্ঘদিনের। সামনেই বিধানসভা নির্বাচন, তাই রাজ্যের শাসকদলের পাশাপাশি কেন্দ্রের শাসকদলের প্রস্তুতিও তুঙ্গে। এরই মধ্যে কেন্দ্রের সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) -র প্রকাশিত রিপোর্ট যেন বিরোধী দলের মুখে ঝামা ঘষে দিল। ভোটের আগে এই রিপোর্ট যেন মমতা সরকারের বড় জয়।
বিরোধী দলের বরাবরের অভিযোগ মহিলাদের জন্য দেশের মধ্যে সবচেয়ে 'অসুরক্ষিত' শহর হল কলকাতা। সেই অভিযোগকেই ফুঁ দিয়ে উড়িয়ে টানা চতুর্থবারের মতো দেশের 'সবচেয়ে নিরাপদতম শহর' হিসেবে কলকাতার নাম ঘোষণা করলো NCRB।
আরও পড়ুন এবারের পুজোয় রেকর্ড ব্রেক আয়: বৃষ্টি-GST সংশয় কাটিয়েই ১৫% বেশি ব্যবসা বাংলায়
জানা যাচ্ছে ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের মধ্যে কলকাতায় মাত্র ৮৪টি গুরুতর অপরাধ ঘটেছে, যা দেশের ১৯টি বড় শহরের মধ্যে সর্বনিম্ন। এই নিরাপত্তা সূচকে কলকাতা কেন্দ্রের অধীনে থাকা দিল্লিকেও (অপরাধের হার ২,১০৫.৩) অনেক পিছনে ফেলে দিয়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রকে কটাক্ষ করে বললেন, "কলকাতা শহর নিরাপদতম। অপরাধ কমছে। তবে, আমরা চাই একটাও না হোক ,কিন্তু এটা তো সমাজ। ফলে বিচ্ছিন্ন কিছু ঘটনা যার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, আইন-শৃঙ্খলা খুব ভালো, নিরাপদতম শহর, মহিলাদের জন্যও নিরাপদ। তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য অতীতের বাম জমানা আর অন্য রাজ্যের বিজেপি জমানার থেকে যে মানুষ কত নিরাপদে আছেন, ভালো আছেন, এনসিআরবি রিপোর্ট আবার সেটা প্রমাণ করে দিল।"
স্বাধীনতার সূচনাকাল থেকে বরাবরই চর্চায় বাংলা ও বাঙালি। নোবেল থেকে অস্কার বিশ্বের সব বড় খেতাবই ভারতীয় হিসেবে সর্বপ্রথম এসে পড়েছে বাঙালিরই ঝুলিতে। তবুও বাংলাকে নিয়ে বিরোধীদের সমালোচনার যেন শেষ নেই। তবুও দমে নেই বাংলা। আসন্ন নির্বাচনের আগেই NCRB রিপোর্টে দেশের 'সবচেয়ে নিরাপদতম শহর' হিসেবে কলকাতার এই জয় যেন বিরোধী দলের বিরূদ্ধে যেন বড়সড় হাতিয়ার হয়ে উঠলো।
-দিশা দাস