সর্বশেষ সংবাদ
বারবার ব্লু লাইনেই কেন? ফের আত্মহত্যার চেষ্টা, থমকাল মেট্রো পরিষেবা

বারবার ব্লু লাইনেই কেন? ফের আত্মহত্যার চেষ্টা, থমকাল মেট্রো পরিষেবা

আজ দুপুরে কলকাতার ব্যস্ত সময়ে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মুহূর্তের মধ্যে থমকে গেল শহরের প্রাণরেখা, নিত্যযাত্রীদের মুখে ছড়িয়ে পড়ল অস্বস্তি আর আতঙ্ক। কেউ জানত না, কেন হঠাৎ করে থেমে গেল গন্তব্যের পথ। যাত্রীরা দাঁড়িয়ে রইলেন প্ল্যাটফর্মে, কেউবা ট্রেনের ভেতরে আটকে পড়লেন।সময় যেন থেমে গেল, মিনিট গড়িয়ে যাচ্ছিল, কিন্তু উত্তর মিলছিল না।

আরও পড়ুন বিজেপির বড় চমক! পশ্চিমবঙ্গের নির্বাচনে কে হল নতুন মুখ?

শুক্রবার দুপুর নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। একজন যাত্রী ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তার জেরেই ব্যাহত হয়ে যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় পঞ্চাশ মিনিটের জন্য। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা পথে চালাতে হয় মেট্রো।

বেলা ১টা নাগাদ ঘটে এই ঘটনা। ট্রেন হঠাৎ থেমে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বেলা ১টা ৫০ মিনিট নাগাদ আবার পরিষেবা স্বাভাবিক হলেও, ততক্ষণে হাজার হাজার মানুষ ভোগেন ভীষণ ভোগান্তি।

প্রশ্ন উঠছে, কেন বারবার ব্লু লাইনেই এমন ঘটনা ঘটছে? আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার একাধিক নজির রয়েছে এই লাইনে। মেট্রো কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েও প্রতিবার ব্যর্থ হচ্ছে। নজরদারি বাড়ানো হয়েছে, কালীঘাট স্টেশনের পাশে ব্যারিকেড বসানো হয়েছে, সচেতনতা প্রচার চালানো হয়েছে, তবুও থামছে না এই প্রবণতা।

২০২৪ সালে এক বছরে সাতটি আত্মহত্যার চেষ্টা হয়েছিল কলকাতা মেট্রোয়। রেলমন্ত্রী সংসদে স্বীকার করেছেন, এই প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। আজকের ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, কবে বদলাবে এই পরিস্থিতি? কবে নিরাপদ হবে শহরের নিত্যযাত্রীদের যাত্রাপথ?

                                                                                                                                                                                             -জ্যোতি সরকার                   

পরবর্তী খবর