সর্বশেষ সংবাদ
জুনিয়র ডাক্তার অনিকেতের মামলায় রাজ্যের নোটিফিকেশন বাতিল, বড় রায় আদালতের

জুনিয়র ডাক্তার অনিকেতের মামলায় রাজ্যের নোটিফিকেশন বাতিল, বড় রায় আদালতের

আদালত কক্ষে নিস্তব্ধতা, সবার চোখ এক দিকেই। পোস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক জুনিয়র ডাক্তার। কাউন্সেলিং প্রক্রিয়ায় পছন্দের জায়গা জানানো হয়েছিল। তবুও কেন দেওয়া হলো না সেই সুযোগ? কেন পাঠানো হলো রায়গঞ্জ মেডিক্যাল কলেজে?

অনিকেত মাহাতো, আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তার। গত বছরের ভয়াবহ ঘটনার পর আন্দোলনের অন্যতম মুখ। যেখানে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। সেই আন্দোলনের ডাক্তারদেরই এবার পোস্টিং নিয়ে দেখা দিল নতুন বিতর্ক।

 

আরও পড়ুন মেঘভাঙা বৃষ্টির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আসলে বিষয় টা কী?

 

অনিকেতকে পাঠানো হলো রায়গঞ্জে, দেবাশিস হালদারকে গাজোলে, আশফাকুল্লা নাইয়াকে হুগলিতে।কিন্তু প্রশ্ন উঠল, তাহলে কাউন্সেলিংয়ের মানে কোথায়? এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন তাঁরা।প্রথমে দেবাশিস ও আশফাকুল্লা গেলেন আদালতে। পরে অনিকেতও দ্বারস্থ হলেন কলকাতা হাই কোর্টে। তাঁর বক্তব্য ছিল পরিষ্কার, আদালতের সিদ্ধান্ত ছাড়া তিনি নতুন জায়গায় কাজে যোগ দেবেন না।

আজ, সেই রায়ের দিন। বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ জানালেন, অনিকেতকে রায়গঞ্জে পাঠানো রাজ্যের ‘সিরিয়াস’ ভুল। রাজ্যের নোটিফিকেশন খারিজ। রায়গঞ্জে বদলির নির্দেশ বাতিল। আদালতের রায়, অনিকেত মাহাতোকেই পোস্টিং দিতে হবে আরজি কর মেডিক্যাল কলেজে।

এই রায়ের সঙ্গে সঙ্গে যেন আবার ফিরে এলো আন্দোলনের দিনগুলির স্মৃতি। আবার স্পষ্ট হয়ে গেল, সত্যের লড়াই যত কঠিনই হোক, শেষ পর্যন্ত জয় তার হাতেই আসে।

                                                                                                                                                                                                                                                        -জ্যোতি সরকার

পরবর্তী খবর