সর্বশেষ সংবাদ
কলকাতায় ভয়াল দুর্যোগ, মুখ্যমন্ত্রীর জরুরি নির্দেশে আগাম ছুটি

কলকাতায় ভয়াল দুর্যোগ, মুখ্যমন্ত্রীর জরুরি নির্দেশে আগাম ছুটি

কলকাতার আকাশে নেমে এসেছে ভয়াল দুর্যোগ!চারদিকে শুধু জল, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত শহর।কোথাও বাস টার্মিনাস, কোথাও রেললাইন, সবই জলের তলায়। প্রাণ হারিয়েছেন অন্তত সাত থেকে আটজন। এই পরিস্থিতিতে বড় বিপদের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ, অর্থাৎ দ্বিতীয়া থেকেই সমস্ত সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকেও মঙ্গলবার থেকে অন্তত দুই দিনের ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দুই দিন অনলাইনে ক্লাস করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি অফিসগুলিকেও ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ,দেওয়া হয়েছে।দুর্যোগের আবহে আজ স্থগিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, খুব দরকার ছাড়া কেউ যেন আজ বাড়ির বাইরে না বের হন। সরকারি কর্মীদের অফিসে না এলেও সমস্যা হবে না, সে আশ্বাস দিয়েছেন তিনি। সঙ্গে এও বললেন, প্রাইভেট সেক্টরগুলিও যেন মানবিক দিক থেকে এই পরিস্থিতি বিবেচনা করে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন, ‘এ রকম অস্বাভাবিক দুর্যোগে মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান। কারও জীবন বিসর্জন দিয়ে কাজে যাওয়ার প্রয়োজন নেই।মানবিকতার দিক থেকে সবাইকে সহযোগিতা করতে হবে।সবমিলিয়ে বলা যায়,ভয়াল দুর্যোগে ভাসছে কলকাতা। পুজোর ছুটি এগিয়ে এল, তাই নাগরিকদের জন্য বার্তা একটাই, নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। 

                                                                  -জ্যোতি সরকার

পরবর্তী খবর