কর্মব্যস্ত সকালে হঠাৎ থমকে গেল শহরের অন্যতম প্রধান পরিবহন ব্যবস্থা! অফিস টাইমে দাঁড়িয়ে রইল কাতারে কাতারে মানুষ। কী হয়েছিল গ্রিন লাইনের মেট্রোয়? কেন আবারও দেখা দিল যান্ত্রিক ত্রুটি?
আজ বৃহস্পতিবার সকালে সময় তখন প্রায় সাড়ে দশটা, আচমকাই বন্ধ হয়ে গেল গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ অবধি মেট্রোর চাকা থেমে যায় একেবারে হঠাৎ করেই। এরপর মাইকে ঘোষণা, যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময় পরিষেবা বন্ধ থাকবে। যাত্রীদের অভিযোগ, বুধবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল, আর আজও সেই ছবি।
আরও পড়ুন পুজোর প্রস্তুতিতে বাধা, ঝড়বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বাংলা
চোখের সামনে ভিড়ে ঠাসা হাওড়া ময়দান মেট্রো স্টেশন। মানুষ দাঁড়িয়ে আছেন সারি বেঁধে। কেউ কেউ বলছেন, “অফিসের সময় মেট্রো ধরতে এসে দু’দিন ধরে নাকানিচোবানি খাচ্ছি আমরা। শিয়ালদহ অবধি মেট্রো চলাচল সবে শুরু হলো, এখনই যদি এই অবস্থা হয়, তবে এটাই কি নতুন স্বাভাবিক?”
অবশেষে কিছুটা সময় পরে ভাঙাপথে চালু হয় মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলতে শুরু করে পরিষেবা। তবে দীর্ঘক্ষণ বন্ধই ছিল এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুট। প্রায় সাড়ে এগারোটার সময় পুরোপুরি চালু হয় গ্রিন লাইনের পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই এই অসুবিধা। তাঁরা দুঃখপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে পরপর দু’দিন কেন গ্রিন লাইনে একই ছবি?
যাত্রীদের কেউ কেউ কটাক্ষ করে বললেন, “এই স্টেশনে দু’দিন ধরে যে ভিড় দেখছি, মনে হচ্ছে পুজো শুরু হয়ে গিয়েছে! কাতারে কাতারে মানুষ, যেন প্যান্ডেলে দাঁড়িয়ে প্রতিমা দর্শনের অপেক্ষায়।” গতকালও প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া ময়দান থেকে শিয়ালদহ অবধি মেট্রো। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল প্রায় আড়াই ঘণ্টা। তারপরে পরিষেবা স্বাভাবিক হলেও, আজ আবারও সেই একই অভিজ্ঞতা।
শহরবাসীর প্রশ্ন এখন একটাই, এভাবে বারবার থেমে গেলে, ভরসার প্রতীক কলকাতা মেট্রো কি আর আগের মতো যাত্রীদের আস্থা ধরে রাখতে পারবে?
-জ্যোতি সরকার